বিশ্বের কোন শহরটি 'নিষিদ্ধ শহর' নামে পরিচিত?
Solution
Correct Answer: Option A
- তিব্বতের রাজধানী লাসাকে (Lhasa) "নিষিদ্ধ শহর" বলা হয়।
- কারণ বহু শতাব্দী ধরে এটি বহির্বিশ্বের মানুষের জন্য প্রায় অগম্য ছিল।
- এর দুর্গম ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক ও ধর্মীয় কারণে বিদেশিদের প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হতো।
- দালাই লামার বাসস্থান পোতালা প্রাসাদকে কেন্দ্র করে গড়ে ওঠা এই রহস্যময় শহর তার পবিত্রতা ও স্বাতন্ত্র্য রক্ষার জন্য নিজেকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, যার ফলে এটি "নিষিদ্ধ শহর" নামে পরিচিতি লাভ করে।