'চির বসন্তের শহর' নামে পরিচিত কোন দেশ ?
Solution
Correct Answer: Option B
- 'চির বসন্তের শহর' বলা হয় ইকুয়েডরের রাজধানী কিটোকে।
- কিটো শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮০০ মিটার উচ্চতায় অবস্থিত, তাই এখানে বছরের বেশিরভাগ সময়ই মনোরম আবহাওয়া থাকে।
- শীতকালে তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, আর গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকে। এই কারণেই কিটো শহরকে 'চির বসন্তের শহর' বলা হয়।