Solution
Correct Answer: Option C
যে পানিতে অতি সামান্য পরিমাণে দূষিত পদার্থ
দ্রবীভূত থাকে তাকে মিঠা পানি বলে। নদ-নদী,
ঝর্ণা, হ্রদ,
ভূগর্ভস্থ পানি মিঠা পানির প্রধান উৎস। ভূপৃষ্ঠে মোট পানির
৯৭% লবণাক্ত, ৩% মিঠা পানি। ৩% মিঠা পানির মধ্যে
১% পানি ব্যবহার উপযোগী।