মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?
Solution
Correct Answer: Option B
গলনালি, মুখবিবর, কন্ঠ, জিভ, তালু, দাঁত, নাক
প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এক
বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে
বাক্য গঠিত হয়। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান-প্রদান
করে। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে
ভাষা। বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে
মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।