Solution
Correct Answer: Option C
গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে বাংলা বর্ষপঞ্জির
তারিখগুলোর সমন্বয় করার উদ্দেশ্যে ২০১৫ সালে বাংলা
একাডেমির তৎকালীন মহাপরিচালক শামসুজ্জামান খানকে
সভাপতি করে 'বর্ষপঞ্জি সংস্কার কমিটি গঠন করা হয়। এ
কমিটির সুপারিশ অনুযায়ী, ২০১৯ সালে বাংলাদেশ সরকার
নতুন বর্ষপঞ্জি চালু করে। এ বর্ষপঞ্জি অনুযায়ী বাংলা বছরের
প্রথম ছয় মাস ৩১ দিনে হবে। আর ফাল্গুন মাস ছাড়া অন্য
পাঁচ মাস ৩০ দিনে পালন করা হবে। ফাল্গুন মাস হবে ২৯
দিনের, কেবল অধিবর্ষের (Leap year) বছর ফাল্গুন ৩০
দিনে মাস হবে।