পৃথিবীর সর্বউত্তর ও সর্বদক্ষিণের দেশ দুটি যথাক্রমে-

A আইসল্যান্ড ও গ্রিস

B রাশিয়া ও স্পেন

C নরওয়ে ও চিলি

D ফিনল্যান্ড ও ডেনমার্ক

Solution

Correct Answer: Option C

-পৃথিবীর সর্বউত্তর দেশ হল নরওয়ের স্পিৎসবার্গেন দ্বীপ, যা ৭৮°১০′ উত্তর অক্ষাংশে অবস্থিত।
-পৃথিবীর সর্বদক্ষিণের দেশ হল চিলির হুইদো আইল্যান্ড, যা ৬৩°২০′ দক্ষিণ অক্ষাংশে অবস্থিত।
আবার,
-পৃথিবীর সর্বপূর্বের দেশ হল রাশিয়ার রাইখানভ দ্বীপ, যা ১৮০° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।
-পৃথিবীর সর্বপশ্চিমের দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের ওরেল দ্বীপ, যা ১৮০° পশ্চিম দ্রাঘিমাংশে অবস্থিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions