সর্বনিম্ন তাপমাত্রার নির্দেশক কোনটি?

A গলনাংক

B ফ্যাদম

C হিমাংক

D ম্যাগনিচিউড

Solution

Correct Answer: Option C

-হিমাংক হল যে তাপমাত্রায় একটি তরল পদার্থ জমে কঠিন পদার্থে পরিণত হয়। সুতরাং, হিমাংক হল একটি পদার্থের সর্বনিম্ন তাপমাত্রার নির্দেশক। 
 
-গলনাংক হল যে তাপমাত্রায় একটি কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয়। 
-ফ্যাদম হল জলের গভীরতা পরিমাপের একক। 
-ম্যাগনিচিউড হল একটি মহাজাগতিক বস্তুর আকারের একক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions