♦ এশিয়া - আমেরিকাকে পৃথক করেছে ‘ বেরিং প্রণালী'; ♦ এশিয়া - ইউরােপকে পৃথক করেছে 'বসফরাস প্রণালী এবং‘ দার্দানেলিস প্রণালী'; ♦ এশিয়া - আফ্রিকাকে পৃথক করেছে ‘ বাব - এল - মানদেব ’ এবং ♦ ইউরােপ - আফ্রিকাকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions