বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?

A ছোটগল্প

B নাটক

C কাব্য

D উপন্যাস

Solution

Correct Answer: Option C

- বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য বা কবিতা।
- সপ্তদশ শতকের মধ্যভাগে বাংলা কাব্যের তথা কবিতার সূচনা ঘটে এবং ঐ সাহিত্যের সমৃদ্ধ ধারা গীতিকবিতা।
- বিশ্ব সাহিত্যের প্রাচীনতম শাখা নাটক।
- আধুনিক সাহিত্যের জনপ্রিয় শাখা উপন্যাস ও ছোটগল্প।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions