প্রত্যক্ষ কর কোনটি?

A আয়কর

B মূল্য সংযোজন কর

C আমদানি শুল্ক

D রপ্তানি শুল্ক

Solution

Correct Answer: Option A

যে করের বোঝা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয় সাধারণত তাকে প্রত্যক্ষ কর বলে।
যেমনঃ
- আয়কর,
- নিবন্ধন,
- অস্থাবর সম্পত্তি কর,
- ভূমি উন্নয়ন কর,
- দানকর ইত্যাদি।
 
♦ যেসব করের বোঝা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয় না তাদের পরোক্ষ কর বলে।
যেমন:
- ভ্যাট বা মূসক,
- আবগারি শুল্ক,
- সম্পূরক শুল্ক ইত্যাদি৷

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions