যে করের বোঝা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয় সাধারণত তাকে প্রত্যক্ষ কর বলে।
- নিবন্ধন,
- অস্থাবর সম্পত্তি কর,
- ভূমি উন্নয়ন কর,
- দানকর ইত্যাদি।
♦ যেসব করের বোঝা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয় না তাদের পরোক্ষ কর বলে।
যেমন:
- ভ্যাট বা মূসক,
- আবগারি শুল্ক,
- সম্পূরক শুল্ক ইত্যাদি৷