Solution
Correct Answer: Option D
- কম্পিউটারের ডেটা সংরক্ষণের মাধ্যম বা ধারককে Computer memory বলে।
- এটি প্রধানত দুই প্রকার। যথা: প্রধান মেমোরি ও সহায়ক মেমোরি।
- RAM ও ROM প্রধান মেমোরির অন্তর্ভুক্ত।
- Input device থেকে আগত সকল তথ্য প্রথমে RAM-এ জমা হয়। এর মাধ্যমে নতুন তথ্য পড়া, লেখা বা মুছা যায়। সাধারণত RAM নষ্ট হলে Beep sound দেয়।