আইন প্রণয়ন এর ক্ষমতা-

A আইন মন্ত্রণালয়ের

B রাষ্ট্রপতির

C স্পীকারের

D জাতীয় সংসদের

Solution

Correct Answer: Option D

- জাতীয় সংসদের কেবল আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে।
- বাংলাদেশের সংবিধানের ৬৫ (১) ধারায় বলা হয়েছে- ‘জাতীয় সংসদ' নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions