Solution
Correct Answer: Option C
- সাগর, মহাসাগর, নদ-নদী, হ্রদ, ঝরনা, পুকুর, ডোবা, নালা, খাল-বিল, মেরুঅঞ্চল ও পর্বত চূড়ার বরফ, তুষার, কুয়াশা, ভূ-গর্ভস্ত পানি, জলীয় বাষ্প ইত্যাদি মিলে বারিমণ্ডল।
- পৃথিবীর পৃষ্ঠের আয়তনের প্রায় ৭১% পানি, বাকি ২৯% মাত্র স্থলভাগ।
- পৃথিবীর বুকে সঞ্চিত মোট পানির পরিমাণ হচ্ছে ১.৪ × ১০৯ ঘন কিলোমিটার।
- এ পানির ৯৭.৬২% রয়েছে সমুদ্রে, যা লবণাক্ত।
- মোট মিঠাপানির পরিমাণ সর্বমোট পানির ২.৩৮%।
- এর ২.০৮% মিঠাপানি মেরু অঞ্চলে বরফ হিসেবে আবদ্ধ থাকে।
- অবশিষ্ট ০.৩% পানি বাষ্প, মৃত্তিকাস্থ পানি, ভূ-গর্ভস্থ পানি ও স্থলভাগের জলাশয়ের পানি হিসেবে বর্তমান।
- মাত্র ০.০১% পানি মানুষের ব্যবহারযোগ্য স্বাদু পানি।
- স্বাদুপানির ৮০% বরফ, তুষার এবং হিমবাহ হিসেবে স্থায়ীভাবে অ্যান্টার্কটিকার, গ্রীনল্যান্ড ইত্যাদি অঞ্চলে জমা রয়েছে।