বংশগত রোগ কোনটি?

A নিউমোনিয়া

B হুপিং কাশি

C থ্যালাসেমিয়া

D টাইফয়েড

Solution

Correct Answer: Option C

- রক্তের লোহিত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম থ্যালাসেমিয়া।
- এ রোগে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি দেখা দেয়।
- এ রোগে আক্রান্ত ব্যক্তি সর্বদাই রক্তশূন্যতা ও অক্সিজেন স্বল্পতা অনুভব করে।
- এ রোগ বংশ পরম্পরায় হয়ে থাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions