Solution
Correct Answer: Option C
- রক্তের লোহিত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম থ্যালাসেমিয়া।
- এ রোগে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি দেখা দেয়।
- এ রোগে আক্রান্ত ব্যক্তি সর্বদাই রক্তশূন্যতা ও অক্সিজেন স্বল্পতা অনুভব করে।
- এ রোগ বংশ পরম্পরায় হয়ে থাকে।