কোনটি শরীরের ভেতর স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় তৈরি হয়?
Solution
Correct Answer: Option D
- অন্তঃক্ষরা গ্রন্থি হতে নিঃসৃত যে জৈব রাসায়নিক পদার্থ উৎস হতে দুরবর্তী স্থানে পরিবাহিত হয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় দেহের নির্দিষ্ট শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করে এবং ক্রিয়া শেষে নিজে নিঃশেষ হয়ে যায়, তাকে হরমোন বলে।
- এটি মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে। রাসায়নিকভাবে এরা স্টেরয়েড, প্রোটিন, বা ফেনলধর্মী হয়ে থাকে।