বাংলাদেশের যৌতুক নিরোধ আইনের শাস্তি সর্বোচ্চ কত বছর?

A ১ বছর

B ২ বছর

C ৫ বছর

D ১০ বছর

Solution

Correct Answer: Option C

-দেশ থেকে যৌতুকপ্রথা দূর করতে বাংলাদেশের সরকার ১৯৮০ সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করেছিল। 
ওই আইনে বলা হয়েছিল, যৌতুক গ্রহণকারী ও যৌতুক প্রদানকারী উভয়ই সমান অপরাধী। তারা উভয়েই 
সর্বোচ্চ এক বছর মেয়াদের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবেন। 
-২০১৮ সালে এট বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions