ভিটামিন বি12 এ নিম্নের যে ধাতুটি বর্তমান তা হল-

A তামা 

B লোহা  

C কোবাল্ট

D    অ্যালুমিনিয়াম

Solution

Correct Answer: Option C

-ভিটামিন B12 কোবালামিন নামেও পরিচিত।কোবাল্টের (Co) উপস্থিতির জন্য এই ভিটামিনকে কোবালামিন বলা হয়।
-ভিটামিন B12 হল সমস্ত ভিটামিনের মধ্যে বৃহত্তম এবং জটিল ভিটামিন।  
-প্রাকৃতিকভাবে প্রাণীজ খাদ্য, যেমন - মাংস, মাছ, পোলট্রি, ডিম এবং দুগ্ধজাত পদার্থের এই ভিটামিন পাওয়া যায়।
-লোহিত রক্তকণিকা প্রস্তুত করতে এবং পরিণত করতে এই ভিটামিন প্রয়োজনীয়।
-পার্নিসিয়াস রক্তাল্পতা হল একটি ভিটামিন B12 এর অভাবজনিত রোগ।
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions