রামায়ণের রচয়িতা কে?

A বেদব্যাস

B বাল্মীকি

C বশিষ্ঠ

D বিশ্বামিত্র

Solution

Correct Answer: Option B

হিন্দুদের জাতীয় মহাকাব্য 'রামায়ণ'র মূল রচয়িতা বাল্মীকি । এটি সংস্কৃত ভাষায় রচিত আদি মহাকাব্য । এটিকে জাত মহাকাব্য হিসেবে অভিহিত করা হয় । বাল্মীকির মূল নাম দস্যু রত্নাকর । 'বল্মীক' মানে হলো উই ঢিপি বা উইপোকা । দস্যু রত্নাকর রাম নাম জপতে জপতে উইপোকার ঢিপিতে পরিণত হয়েছিলেন বলে তার নাম হয় বাল্মীকি । 'মহাভারত'র মূল রচয়িতা কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব (বেদব্যাস) । উল্লেখ্য, 'বাল্মিকী' বানানের শুদ্ধরুপ 'বাল্মীকি' । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions