Solution
Correct Answer: Option D
- সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকেই উপমান কর্মধারয় সমাস বলে।
- এতে একটি বিশেষ্য পদ ও অপরটি বিশেষণ থাকে।
- যেমন: শঙ্খের ন্যায় ধবল = শঙ্খধবল । মন রূপ মাঝি মনমাঝি (রূপক কর্মধারয়); ক্রোধ রূপ অনল = ক্রোধানল (রূপক কর্মধারয়); পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ (উপমিত কর্মধারয়)।