বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন?

A    তালিম হোসেন

B    ফররুখ আহমদ

C    আবদুল কাদির

D    সত্যেন্দ্রনাথ দত্ত   

Solution

Correct Answer: Option D

সত্যেন্দ্রনাথ দত্ত একজন বাঙালি কবি ও ছড়াকার। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়। মধ্যযুগে ভারতের ইতিহাস, সংস্কৃতি, পৌরাণিক প্রভৃতি বুদ্ধি-বৃত্তিবিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি ছিলেন সিদ্ধহস্তের অধিকারী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions