অবিভক্ত বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
A লর্ড কারমাইকেল
B লর্ড মর্লি
C লর্ড ফুলার
D লর্ড ফেজার
Solution
Correct Answer: Option A
- ১৯১১ সালে বঙ্গ-ভঙ্গ রদের পর এবং গভর্নর শাসিত প্রদেশ হিসেবে রূপান্তরিত হওয়ার পর অবিভক্ত বাংলার প্রথম গভর্নর ছিলেন লর্ড কারমাইকেল।
- লর্ড কারমাইকেল একজন ব্রিটিশ রাজনীতিবিদ ছিলেন।