'শ, ষ, স'— এই তিনটি বর্ণকে একত্রে কী বলা হয়?
Solution
Correct Answer: Option C
- 'উষ্ম' শব্দের অর্থ হলো নিঃশ্বাস বা গরম বাতাস।
- যে বর্ণগুলো উচ্চারণের সময় শ্বাসবায়ু যতক্ষণ থাকে, ততক্ষণ এদের উচ্চারণ প্রলম্বিত করা যায়, তাদের উষ্মবর্ণ বলে।
- 'শ', 'ষ', 'স' এবং 'হ'—এই চারটি বর্ণ উষ্মবর্ণের অন্তর্ভুক্ত।
- 'শ', 'ষ', 'স'—এই তিনটি বর্ণ উচ্চারণের সময় শিস দেওয়ার মতো শব্দ হয় বলে এদের শিসধ্বনিও বলা হয়ে থাকে।