চীনের নতুন মানচিত্রে অরুণাচল প্রদেশের নাম কী?

A দক্ষিণ তিব্বত

B আকসাই চিন

C লাদাখ

D সবগুলো

Solution

Correct Answer: Option A

চীনের নতুন মানচিত্রে অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত (South Tibet) বলা হয়েছে।
এই মানচিত্রে:
- অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে।
- অরুণাচল প্রদেশের ১৫টি স্থানের নাম চীনা ভাষায় নামকরণ করা হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions