বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
Correct Answer: Option A
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যয়কে বাংলা সাহিত্যে উপন্যাসের জনক বলা হয় । তার রচিত দুর্গেশনন্দিনী (১৮৬৫) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস । এ উপন্যাসের প্রধান চরিত্রঃ বিমলা, আয়েশা, জগৎসিংহ, তিলোত্তমা । তার আরো কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাসঃ কপালকুণ্ডলা, মৃণালিনী, রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, বিষবৃক্ষ । অন্যদিকে চোখের বালি, পথের দাবী ও আলালের ঘরের দুলাল উপন্যাসের রচয়িতা হলেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ও প্যারীচাঁদ মিত্র ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions