Solution
Correct Answer: Option C
- দীর্ঘ দিবা দৈর্ঘ্যের উদ্ভিদের ফুল ফোটার প্রক্রিয়া (photoperiodism) নির্ভর করে দিনের আলোর সময়কালের উপর। এই উদ্ভিদগুলি যখন দিনের আলোর সময়কাল তাদের প্রয়োজনীয় সীমার চেয়ে বেশি হয়, তখন তারা ফুল ফোটানো শুরু করে।
- এটি বিপরীত হলো স্বল্প দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ (Short-day plants, যেমন ধান, তুলা) এবং দিবা নিরপেক্ষ উদ্ভিদ (Day-neutral plants, যেমন টমেটো, শসা), যারা দিনের আলোর সময়কালের উপর নির্ভর করে না।