ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭ সি.মি. ও ৫ সে.মি এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব ৪ সি.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
Correct Answer: Option B
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলঃ
= ১/২ (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) * উচ্চতা
= ১/২ (৭ + ৫) * ৪ বর্গ সেমি
= ২৪ বর্গ সেমি
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions