গ্রিন হাউস ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?

A বৃষ্টিপাত হবে না

B নিম্নভূমি নিমজ্জিত হবে

C মেঘ-রৌদ্রের লুকোচুরি হবে না

D সাইক্লোন হবে

Solution

Correct Answer: Option B

গ্রিন হাউস ইফেক্টের ফলে বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হবে । ফলে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে উপকূলীয় এলাকার এক বিরাট অংশ পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে । সময়ে অসময়ে জলােচ্ছ্বাসের শিকার হয়ে ফসল ডুবে যাবে , দুষিত হবে সুপেয় পানি লােনা পানি প্রবেশের ঝুঁকি বাড়বে । বনাঞ্চল ধ্বংস হবে বন্য জীবজন্তুর সংখ্যা হ্রাস পাবে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions