Solution
Correct Answer: Option A
কোষে উৎপন্ন প্রোটিন ও লিপিডের সঠিক স্থানান্তর ও পরিবহন নিয়ন্ত্রণের জন্য গলজি বডি (Golgi body) কাজ করে। এটি প্রোটিন ও অন্যান্য পদার্থকে প্রয়োজনীয় ঠিকানায় প্যাকেজ করে এবং ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠায়, ঠিক যেন কোষের “ট্রাফিক পুলিশ”।