উচ্চারণের সময় শ্বাসবায়ুর চাপের স্বল্পতা ও আধিক্যের ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়?

A তিন ভাগে

B চার ভাগে

C পাঁচ ভাগে

D দুই ভাগে

Solution

Correct Answer: Option D

উচ্চারণের সময় শ্বাসবায়ুর চাপের (air pressure) উপর ভিত্তি করে ব্যঞ্জনধ্বনি দুই ভাগে ভাগ করা হয়
- সঘোষ ব্যঞ্জনধ্বনি (Voiced consonant):
- এই ধ্বনিগুলোর উচ্চারণে স্বরতন্ত্রী বা vocal cord কাঁপে।
- যেমন: গ, ঘ, জ, ঝ, দ, ধ, ব, ভ ইত্যাদি।

- অঘোষ ব্যঞ্জনধ্বনি (Voiceless consonant):
- এই ধ্বনিগুলোর উচ্চারণে স্বরতন্ত্রী কাঁপে না, শুধু শ্বাসবায়ুর চাপ থাকে।
- যেমন: ক, খ, চ, ছ, ট, ঠ, প, ফ ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions