“এ যে আমাদের চেনা লোক“ - বাক্যে ‘চেনা‘ কোন পদ?
Solution
Correct Answer: Option D
যে পদ দ্বারা বিশেষ্য , সর্বনাম ও ক্রিয়াপদের দোষ , গুণ অবস্থা , সংখ্যা , পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে । এ বাক্যে ‘ চেনা ' শব্দটি দ্বারা লােকটির পরিচিতি বা অবস্থা প্রকাশ করছে , তাই এটি বিশেষণ পদ ।