কোনটি হাতির ডাক?

A হ্রেষা

B বৃংহিত

C ক্রেকার

D কুঞ্চন

Solution

Correct Answer: Option B

এক কথায় হাতির ডাককে- বৃংহিত/বৃংহন বলে । অন্যদিকে অশ্বের ডাক-হ্রেষা, রাজহাঁস (পক্ষীর) কর্কশ ডাক- ক্রেষ্কার, কুকুরের ডাক- বুক্কন, ময়ূরের ডাক- কেকা, সাপের খোলস- নির্মোক বা কঞ্চুক । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions