"হৃ" যুক্তবর্ণটি ভাঙ্গলে পাওয়া যাবে-

A হ + র ফলা

B হ + য ফলা

C হ +ঋ কার

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option C

হ্ম-- হ্+ম= ব্রহ্মপুত্র।
ক্ষ-- ক্+ষ= রক্ষা।
ষ্ণ-- ষ্+ণ= উষ্ণ।
হ্ণ-- হ্+ ণ= পূর্বাহ্ণ,অপরাহ্ণ।
হ্ন-- হ্+ন= চিহ্ন,মধ্যাহ্ন।
হ্র-- হ্+ র ফলা= হ্রাস,হ্রদ।
হৃ-- হ্+ ঋ কার= হৃদয়।
রূ-- র্+ ঊ কার= রূপ,রূপালি।
রু-- র্+ উ কার= রুই,রুটি।
ত্ত-- ত্+ত= দত্ত।
ক্ত-- ক্+ত= শক্ত।
ত্র-- ত্+র ফলা= ত্রাণ, ত্রিভুজ।
ক্র-- ক্+র ফলা= ক্রয়,বিক্রয়।
ত্রু-- ত্+ র ফলা+ উ কার= ত্রুটি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions