সাহিত্য+ষ্ণিক= সাহিত্যিক, এখানে 'ষ্ণিক' কি অর্থে ব্যবহার করা হয়েছে?

A অপত্য

B বেত্তা

C বিষয়ক

D সম্পর্ক

Solution

Correct Answer: Option B

সাহিত্য+ষ্ণিক= সাহিত্যিক, এখানে 'ষ্ণিক' দক্ষ বা বেত্তা অর্থে ব্যবহার করা হয়েছে। এই অর্থে অন্যান্য উদাহরণ- বেদ+ষ্ণিক= বৈদিক, বিজ্ঞান+ষ্ণিক= বৈদিক।
উক্ত উদাহরণে 'ষ্ণিক'- একটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত বা তৎসম শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে। যেমন- অণু+ইক (ষ্ণিক্‌)= আণবিক, পুষ্প+ইত= পুষ্পিত ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions