‘কীরে, তুই কোথায় চললি?’- বাক্যে ‘কীরে’ কোন পদ?
A ক্রিয়াবিশেষণ
B আবেগ
C যোজক
D অনুসর্গ
Solution
Correct Answer: Option B
"কীরে, তুই কোথায় চললি?" বাক্যে "কীরে" শব্দটি একটি আবেগ। এই বাক্যে "কীরে" শব্দটি দ্বারা সম্বোধিত ব্যক্তির প্রতি বিস্ময় বা বিরক্তির আবেগ প্রকাশ করা হচ্ছে। তাই এটি একটি আবেগ।