জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির সভাপতি-

A অর্থমন্ত্রী

B পরিবল্পনা মন্ত্রী

C প্রধানমন্ত্রী

D রাষ্ট্রপতি

Solution

Correct Answer: Option C

বর্তমানে প্রধানমন্ত্রী একনেকের ( ECNEC ) সভাপতি এবং অর্থমন্ত্রী বিকল্প সভাপতি । এখানে সদস্যদের মধ্যে রয়েছে স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী , শিক্ষামন্ত্রী ; খাদ্যমন্ত্রী ; পানিসম্পদ মন্ত্রী ; শিল্পমন্ত্রী ; বাণিজ্যমন্ত্রী ; ডাক ও টেলিযােগাযােগ মন্ত্রী ; কৃষিমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী । এছাড়া যেসব মন্ত্রণালয়ের বিষয় কমিটিতে আলােচিত হয় সেসব দপ্তরের মন্ত্রীরাও সদস্য রয়েছে একনেকে ( ECNEC ) ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions