'চারটা বাজলে স্কুল ছুটি হবে' - বাক্যে 'বাজলে' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
A সম্ভাব্যতা
B আবশ্যকতা
C কারণ
D ইচ্ছা
Solution
Correct Answer: Option B
- 'চারটা বাজলে স্কুল ছুটি হবে' বাক্যে 'বাজলে' শব্দটি অবশ্যকতা অর্থে ব্যবহৃত হয়েছে।
- অর্থাৎ, চারটা বাজলে তারপর স্কুল ছুটি হবে। স্কুল ছুটি হওয়ার জন্য চারটা বাজা অবশ্যক। চারটা না বাজলে স্কুল ছুটি হবে না।