বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান "বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত -শোষক ও শোষিত" - কথাটি বলেছেন কোথায়?
A দ্বিতীয় ওআইসি সম্মেলনে
B জাতিসংঘ অধিবেশনে (১৯৭৪)
C তৃতীয় ন্যাম সম্মেলনে
D আইএমএফ সম্মেলনে
Solution
Correct Answer: Option C
"বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত - শোষক এবং শোষিত; আমি শোষিতের পক্ষে।" - ১৯৭৩-এর ৯ সেপ্টেম্বর, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত জোটনিরপেক্ষ সম্মেলনে জাতির জনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।