কার অনাস্থায় মন্ত্রিসভা পদত্যাগ বা অপসারিত হয়?

A জাতীয় সংসদ

B সুপ্রিমকোর্ট

C স্পিকার

D রাষ্ট্রপতি

Solution

Correct Answer: Option A

- বাংলাদেশের সংবিধান অনুসারে, মন্ত্রীসভা জাতীয় সংসদের কাছে দায়িত্বশীল।
- অর্থাৎ, জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন ছাড়া মন্ত্রীসভা টিকে থাকতে পারে না।
- যদি জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়, তাহলে সমগ্র মন্ত্রীসভা পদত্যাগ করতে বাধ্য থাকে।
- সুতরাং, মন্ত্রিসভা পদত্যাগ বা অপসারিত হয় জাতীয় সংসদের অনাস্থায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions