Solution
Correct Answer: Option C
- মামলার পক্ষগণ তাদের নিজ বক্তব্যের সমর্থনে সাক্ষী উপস্থাপন করেন। স্বাভাবিকভাবেই যে পক্ষ কোন সাক্ষীকে উপস্থাপন করেন সেই পক্ষকে সমর্থন করে সাক্ষ্য প্রদান করে থাকেন।
- কিন্তু কোন কোন সময় দেখা যায় যে, সেই সাক্ষী তার আহবানকারী পক্ষকে সমর্থন না করে তার বিরুদ্ধের পক্ষকে সমর্থন করছে। এই ধরনের পরিস্থিতিতে আহবানকারী পক্ষ সেই সাক্ষীকে Adverse Witness বলে।