আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত?
A আর্জেন্টিনা
B ব্রাজিল
C তিউনিশিয়া
D চিলি
Solution
Correct Answer: Option D
পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম মরুভূমি আতাকামা। চিলির উত্তর সীমান্ত জুড়ে রয়েছে এই মরুভূমির বিস্তার। এর এক দিকে রয়েছে প্রশান্ত মহাসাগরের অথৈ জলরাশি আর অপরদিকে আন্দিজ পর্বতমালা। এ মরুভূমির দৈর্ঘ্য প্রায় ১ হাজার কিলোমিটার।