বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা দল 'ক্র্যাক প্লাটুন' কোন সেক্টরের অধীনে ছিল?
Solution
Correct Answer: Option A
ক্র্যাক প্লাটুন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ২ নং সেক্টরের অধীনে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগটিত দল। এ গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে 'হিট এন্ড রান পদ্ধতিতে অসংখ্য আক্রমণ পরিচালনা করে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ত্রাস সৃষ্টি করে। মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), গাজী দস্তগীর, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, খালেদ মোশাররফ, এ.টি.এম হায়দার, ইমাম শাফি রুমি প্রমুখ মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন।