ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি কে?

A মর্তূজা বশীর

B মৃণাল হক

C হামিদুজ্জামান খান

D অখিল পাল

Solution

Correct Answer: Option B

- ভাষা শহিদদের স্মরণে নির্মিত 'জননী ও গর্বিত বর্ণমালা' ভাস্কর্যটির ভাস্কর মৃণাল হক।
- এটি ঢাকার পরিবাগে অবস্থিত। ২০ ফেব্রুয়ারি, ২০১৬ সালে এটির উদ্বোধন করা হয়।
তাঁর আরো কিছু ভাস্কর্যঃ
- রাজসিক বিহার (রূপসী বাংলা হোটেল, ঢাকা),
- দুর্জয় (রাজারবাগ পুলিশ লাইন),
- ইস্পাতের কান্না (ধানমন্ডি, ঢাকা)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions