মাটির pHমান ৩ এর কম হলে, কোন খনিজ পদার্থযুক্ত সার
ব্যবহার করতে হয়?
A নাইট্রোজেন ও সালফার
B পটাসিয়াম ও ফসফরাস
C ফসফরাস ও ক্যালসিয়াম
D ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
Solution
Correct Answer: Option D
কৃষিতে pH এর গুরুত্ব অপরিসীম। উদ্ভিদ তার শরীরের পুষ্টির জন্য মাটি থেকে বিভিন্ন আয়ন, পানি শোষণ করে। এর জন্য মাটির pH এর মান 6.0 থেকে 8.0 মধ্যে হলে সবচেয়ে ভালো। মাটির pH এর মান 3.0 কম বা 10 এর বেশি বলে মাটির উপকারী অণুজীব মারা যায়। মাটির pH এর মান কমে গেলে পরিমাণমতো ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়। আবার মাটির pH এর মান বেড়ে গেলে পরিমাণমতো অ্যামোনিয়াম সালফেট ও অ্যামোনিয়াম ফসফেট সার ব্যবহার করতে হয়।