জন্মদিনে কেক ফোলানোর জন্য শেহতাজ একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করে। উল্লিখিত রাসায়নিক পদার্থটি কি?
A সোডিয়াম ক্লোরাইড
B সোডিয়াম গ্লুটামেট
C সোডিয়াম কার্বনেট
D সোডিয়াম বাইকার্বনেট
Solution
Correct Answer: Option D
কেক ফোলানোর জন্য যে বেকিং পাউডার ব্যবহার করা হয় তার উপাদান হলো সোডিয়াম বাই কার্বনেট। কেকের ময়দার সাথে সোডিয়াম বাই কার্বনেট মিশিয়ে উত্তপ্ত করলে বেকিং পাউডার পানির সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এ ক্ষেত্রে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড কেককে ফুলিয়ে উড়ে যায়।