Solution
Correct Answer: Option D
ঠাণ্ডা অবস্থায় ও উচ্চ চাপে পানিতে কার্বন ডাই- অক্সাইড গ্যাস দ্রবীভূত করে কোমল পানীয় তৈরি করা হয়। কোমল পানীয়তে কার্বন ডাই-অক্সাইড এবং পানি বিক্রিয়া করে কার্বনিক এসিড (H2CO3) উৎপন্ন করে। কোমল পানীয়সমূহে কার্বনিক এসিড দ্রবীভূত থাকে। খাদ্য হজম বা পরিপাক হবার জন্য মানুষ কোমল পানীয় পান করে থাকে।