কোন টপোলজিতে প্রথম শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে?
i.বাস ii.রিং iii.মেশ
A i ও ii
B i ও iii
C ii ও iii
D i, ii ও iii
Solution
Correct Answer: Option C
কম্পিউটার নেটওয়ার্কে একটি কম্পিউটারের সাে অপর কম্পিউটারের সংযোগ ব্যবস্থাকেই টপোলজি বলে। রিং টপোলজিতে কম্পিউটারগুলোকে এমনভাবে সংযোগ দেওয়া হয় যেন রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত থাকে। আর মেশ টপোলজিতে প্রতিটি কম্পিউটার সরাসরি যে কোন কম্পিউটারে ডেটা আদান-প্রদান করতে পারে।