সূর্যের উন্নতি কোণ পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে?
A স্পেকস্ট্রোস্কোপ
B মাইক্রোমিটার
C রিফ্রাক্টোমিটার
D সেক্সন্ট্যান্ট
Solution
Correct Answer: Option D
- সেক্সন্ট্যান্ট হলো দ্বিগুণ প্রতিবিম্বিত নেভিগেশন যন্ত্র যা দুটি দৃশ্য মান বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করে।
- সেক্সন্ট্যান্টের প্রাথমিক ব্যবহারটি নভোচারী নেভিগেশনের উদ্দেশ্যে জ্যোতির্বিজ্ঞানীয় অবজেক্ট এবং দিগন্তের মধ্যবর্তী কোণটি পরিমাপ করা।