Solution
Correct Answer: Option B
'কিন্ডারগার্টেন' (Kindergarten) শব্দটি একটি জার্মান শব্দ, যা সরাসরি বাংলাসহ অনেক ভাষায় ব্যবহৃত হয়।
- জার্মান ভাষায় Kinder (কিন্দার) অর্থ হলো শিশু (children)।
- এবং Garten (গার্টেন) অর্থ হলো বাগান (garden)।
- সুতরাং, শব্দটির আক্ষরিক অর্থ হলো 'শিশুদের বাগান'। এই ধারণাটির প্রবর্তক ছিলেন জার্মান শিক্ষাবিদ ফ্রেডরিখ ফ্রোয়েল।