নিচের কোন মৌলটির প্রতিক ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে?
Solution
Correct Answer: Option B
- মৌলিক পদার্থগুলোর প্রতিক সাধারণত এর ইংরেজি নামের আদ্যক্ষর বা প্রথম অক্ষরকে বড় হাতের হরফে লেখার পর পরবর্তী গুরুত্বপূর্ণ অক্ষরকে ছোট হাতের হরফে লিখে প্রকাশ করা হয়।
- তবে বেশ কছু মৌলের প্রতিক সরাসরি এর ল্যাটিন নাম থেকে বানানো হয়েছে। যেমন: কপার, সোডিয়াম, পটাসিয়াম, লেড ইত্যাদি।
এ ধরণের মৌলগুলোর ল্যাটিন নাম ও প্রতিক।
মৌলের নাম> ল্যাটিন নাম> প্রতিক
-Antimony (অ্যান্টিমনি)> Stibium> Sb
-Copper (কপার=তামা)> Cuprum> Cu
-Gold (গোল্ড=সোনা)> Aurum> Au
-Iron (আয়রন=লৌহ)> Ferrum> Fe
-Lead (লেড=সীসা)> Plumbum> Pb
-Mercury (মারকারি=পারদ)> Hydragyrum> Hg
-Potassium (পটাসিয়াম) Kalium> K
-Silver (সিলভার=রূপা)> Argentum> Ag
-Sodium (সোডিয়াম)> Natrium> Na
-Tin (টিন)> Stannum> Sn
-Tungsten (টাংস্টেন)> Wolfram> W