Solution
Correct Answer: Option C
- কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে মৌলটির পারমাণবিক সংখ্যা বলে।
- পারমাণবিক সংখ্যা একটি মৌলের বৈশিষ্ট্যসূচক ধর্ম।
- পারমাণবিক সংখ্যাকে Z দ্বারা প্রকাশ করা হয়।
কিছু গুরুত্বপূর্ন মৌলের প্রতীক ও পারমাণবিক সংখ্যাঃ
-হাইড্রোজেন H 1
-হিলিয়াম He 2
-লিথিয়াম Li 3
-বেরিলিয়াম Be 4
-বোরন B 5
-কার্বন C 6
-নাইট্রোজেন N 7
-সালফার S 16
-ক্লোরিন Cl 17
-আর্গন Ar 18
-পটাশিয়াম K 19
-ক্যালসিয়াম Ca 20
-ক্রোমিয়াম Cr 24